উল্টো কথা বলছি সবাই
উল্টো কথাই শুনছি
উল্টো কথা বলেশুনে সঠিক মতটা চাইছি!

উল্টো পথে চলছি সবাই
উল্টো পথেই ফিরছি
উল্টো পথে চলেফিরে পথের দিশা খুঁজছি!

উল্টো কর্ম করছি সবাই
উল্টো কর্ম সইছি
উল্টো কর্ম করেসয়ে ভালো ফলটাই চাইছি!

উল্টো জ্ঞানটা দিচ্ছি সবাই
উল্টো জ্ঞানটাই নিচ্ছি
উল্টো জ্ঞানের দেয়ানেয়ায় মহাজ্ঞানী সাজছি!

এই
উল্টো গানটা গাইছি সবাই
উল্টো গানটাই শুনছি
উল্টো গানটা গেয়েশুনে সোনার বাংলা চাইছি!