ওরা কবরে
আমি চিতায়
কেন বল তো?
যেনো গন্ধ না ছড়ায়।
ধর্ম পালের শিলালিপিতে বলে দিয়েচে গোপাল
কেউ-ই এড়াতে পারে না কর্মফল;
আজগে যারা স্বর্গলাভের জন্য মর্ত্যের মায়া তুচ্ছ করছে- তারাই দেবতা চতুর্বেদী, আমি অসুর নতুবা শয়তান গোত্রীয়।
মহামতি ধর্মাবতার,
আমার দু'হাতেই কালি!
তুমি কী নিয়ে যাচ্চ?