দুনিয়া আজ একপেশে কথার কারখানা
একচোখা নীতি, মিথ্যে হয়ে যায় স্রষ্টার বানী!
সত্য কি তবে হারিয়ে গেছে কোলাহলে?
নাকি দজ্জালের ছায়ায় ঢেকেছে গগন তলে?

রাজনীতির পুতুল নাচে, ন্যায়ের মুখে তালা
ধর্মের নামে দোহাই দিয়ে চলছে নোংরা খেলা
প্রাচ্য, পাশ্চাত্য—সবাই মিলে গড়ছে নতুন পাপ
সাদা-কালোর বিভাজনে ভেঙেছে সুরের ছাপ

ইমাম মাহদির কথা হয়তো সত্যি হবে
তাঁরই আশায় বসে আছি সহস্র শতাব্দী ধরে
কিন্তু অন্য ধর্মও বলে কিছু কথা চমৎকার
মোক্ষ, মসীহা, কিংবা কল্কির আগমন—সবই আশা সবার।

দজ্জাল কি তবে এক নাম, নাকি এক মানসিকতা?
বিভক্তি আর ঘৃণার মাঝেই তার জন্মের বিস্তৃতি
শিক্ষা, সভ্যতা, আর প্রযুক্তির আলো—
এর সবই কি তবে তার ইশারাতেই চলে?
মিস্টার কালো, কী হলো, জবাব দিন...

তবে কি পথ নেই? সত্যের কোনো রঙ নেই?
মানুষ কি ভুলে গেছে, কোথায় ফেরা হয় ঠিক?
আসুন, কবিতার আড়ালে কিছু প্রশ্ন রেখে যাই,
মানুষের বিবেক জাগবে, এটাই কবিতার চাওয়া

"বেঁচে থাকতে মানুষ
   মরে গেলে হাওয়া "