!    
     নারী মানেই নদী নয়
     কখনো সে ফুল হয়
     ক্ষণেক্ষণে ভুল হয়!
     নারে পাগলা না....
     ওসব কিচ্ছু নয়
     নারী মাত্রই ভুল নয়!!

     দুলেদুলে ঢুল দেয়
     কানেকানে দুল দেয়
     দুলে চুলে বেঁধে যায়
     আর তখনি....
     হ্যাঁরে পাগলা তখনি
     নারী মানে সাপ হয়
     কখনো সে পাপ হয়!!

     নারী মানেই নদী নয়
     কখনো সে প্রেমী হয়
     কখনো বা.......!!
     কখনো আবার..........!!!
     হ্যাঁরে পাগলা -
     নারী মানে কী হয়???