♣ বুকজুড়ে দেখি অগুনিত লাশ
উৎকট গন্ধে মোহিত আকাশ
স্মৃতিকথা ইতিহাস -
কুড়ে কুড়ে খায়
ডানাভাঙা ইচ্ছেরা
স্বাধীনতা চায়।।
ইবনে মিজান
০৮-০৯-২০১৮