যারা মরেছে, তাঁরা'তো মরে গিয়ে বেঁচে গেছে!
আপনি কেন বেঁচে থাকবেন? মরে যেতে পারেন না!
আজঅব্ধি দেহপিঞ্জরে প্রাণস্পন্দন নিয়ে বেঁচে আছেন,
বেঁচে থাকার সুনির্দিষ্ট একটি কারণও দেখাতে পারবেন?
কার জন্য, কিসের জন্য, ঠিক কেন বেঁচে আছেন?
বলতে পারেন, আর কতদিন বাঁচবেন?
অতদিন বেঁচে থেকেই বা কী করবেন?
আচ্ছা, ঠিক আছে; কারণেঅকারণে অনেকদিন বাঁচলেন - তারপর একসময় টুপ করে মরে গেলেন!
এবার বলুন তো, কেন অতদিন বেঁচে ছিলেন?
যত প্রশ্নই করেন, উত্তর একটাই -
"শুধুমাত্র বাঁচার জন্যই বেঁচে আছি!
বেঁচে থাকার সুনির্দিষ্ট কোন কারন নেই!"
আর হ্যাঁ, আপনাকে বলছি-
"যতক্ষণ বেঁচে আছেন
ততক্ষণ প্রাণভরে বাঁচুন;
উপলক্ষ? সেতো বাতুলতা মাত্র!"
_______________
কেন বেঁচে আছি?
ইবনে মিজান
এক দুই উনিশ