কারো কারো মুখাবয়বে মৃত্যুর ছবি ভাসে...
যদিও সবার মুখে ভাসে না!
তবুও মানুষ মরে, কেউ আগে কেউ পরে...
কেউ মরে গিয়ে কান্দে
কেউ মরা দেখে কান্দে
কান্দাকাটি করা ভালো
বুকটা হালকা হয়
কমে যায় মৃত্যুভয়!
অবশ্য অনেকদিন মরা মুখ না দেখলে
হা-হুতাশ মার্কা ভয়টা কেটেই যায়!
তবুও, অনেকেই কান্দে
আবেগে-অনুভবে-ভালবাসায়
কিছুকিছু সামাজিকতায়...
লোকেরা আজকাল দলেদলে কান্দে
নেতারা কান্দে গল্পে কি'বা ছন্দে
অলৌকিক লৌকিকতার গন্ডিতেই
লোকদেখানো কীসব আয়োজন
কেউ কেউ সুরে সুরে কান্দে
কেউ বেসুরো গলায়
কেউবা সুরের সঙ্গে যুক্ত গল্পের তালে!
যদিওবা কান্নাকাটি করা ভালো,
আগেই বলেছি বুকটা হালকা হয়
তবুও চলুন...
বরং চলুন যতক্ষণ বাঁচি প্রাণ খুলে হাসি
মৃত্যুভয়ের ধোঁয়া তুলি কেন বৃথা কান্নাকাটি?
মৃত্যু নেই কার?
তোমার নাকি আমার!
বল, কে মরেনি?
আচ্ছা, বেঁচে আছে ক'জন?
কে বেঁচে আছে, তুমি নাকি আমি?