আহা!
বেশ বলেছো ভাইয়া তুমি
বেশ বলেছো দাদা!
জল আর পানি একই জিনিস
যে বোঝেনি সে গাধা!

ওরে,
গাধার রাজ্যে শেয়াল মন্ত্রী
আমার দুনিয়াটা গনতন্ত্রী
তবুও?
ধর্ম নিয়ে বাড়াবাড়ি
মজ্জিদ মন্দির কাড়াকাড়ি
অহেতুক মারামারি
কে বড় এই প্রশ্নে!