আমি ধার্মিক
তাহার বিধান মেনে চলি
আমি দেশপ্রেমিক
রাষ্ট্রের আইন মেনে চলি
আমি নাস্তিক
তোমার ধর্মে সম্মান করি
আমি পুরুষ
নারীকে মানুষ মনে করি
আমি কবি
নির্ভয়ে সত্য উচ্চারণ করি
আমি শয়তান
তোমায় ভুলে ডুবিয়ে মারি
তুমি মানুষ?
অকপটে সত্য বলতে পারো?
আমি কে?
যদি নিজেকে চিনতে পারি!