বাদলা দিনে ছুটি আজি
বাজলো খুশির বীণ
বৃষ্টি এলেই খুশিতে নাচি
ধিন ধিনা ধিন ধিন!
টিনের চালে বৃষ্টি পড়ে
ঝম ঝমা ঝম ঝম
আলসেমিতে কাটবে এদিন
রম রমা রম রম!
বইছে হাওয়া আমের শাখে
শন শনা শন শন
দস্যি ছেলের আম কুড়োনো
দম দমা দম দম!
আমতলাতে জাম পেকেছে
আরও ঝুলছে পানিফল
চলরে সবাই মুখ রাঙাতে
ঐ আম তলাতেই চল!
বৃষ্টি এলে....