তুমি মানুষ
তোমার নির্দিষ্ট কোনো দেশ নেই,
নেই কোনো ধর্ম বর্ণ জাতপাত!
ওগুলো আমাদের তৈরিকৃত অস্ত্র
এই অস্ত্রগুলোকে রাজনৈতিক মারণাস্ত্রও বলতে পার!
আমাদের রাজন, ভূমিষ্ট হবার দিন থেকেই সযত্নে তোমার মগজে ওসব ঢুকিয়ে দিয়েছেন
চাইলেও তুমি আর ঐসবের ভেতর থেকে বেরুতে পারবে না! তোমার এখন একটাই পথ,
আমৃত্যু সেসবের ভেতরেই ঘুরপাক খেতে থাকবে
এটাই তোমার ভবিষ্যৎ
যা তাঁর হাতেই লিখিত।
এবার,
পরীক্ষা দাও উত্তীর্ণ হলে
চিরকালীন সুখ নচেৎ মর্মন্তুদ শাস্তি!
বলো, তুমি কী চাও?
°
°
°
তুমি কী চাও
___________ রশিদ ভাই
দশ দুই বাইশ