দেশের বারোটা বাজাতে
কমবেশি
সকলেই গুরুত্বপূর্ণ অবদান রাখছি!
দ্রব্যের মজুদ বাড়াই
খাদ্যে ভেজাল মেশাই, এমনকি ঔষধেও
তামাকের চাষ করি ইউক্যালিপটাস বাগান গড়ি
প্রত্যক্ষদর্শী প্রহরী
কাঁটাতারের বেড়া ভেদ করে সোনা পাঠাই,
বিনিময়ে গরু আনি মদ ভাং গাঁজা আনি
আমরা ইতিহাসখ্যাত দেশপ্রেমিক জাতি
তাই
শাসনের দাসত্ব মানি, করিনা লড়াই
যা করি সব দিনের আলোতেই
যা খাই, মিলে-মিশে
কেউ চেটেপুটে কেউ লুটেপুটে
তবুও, খাওয়া নিয়েও করিনা বড়াই
আমাদের কলম ওয়ালারা আজকাল ভাড়া করা গুন্ডা
খুব সম্ভবত এজন্যই বিদগ্ধজন বলেছিলেন
"কলম অস্ত্রের চাইতেও শক্তিশালী"
ধর্মে কয়:
"কলমের কালি শহিদের রক্তের চাইতেও পবিত্র"
সে যে যা-ই বলুক
আমরা জেনে-বুঝেই ধর্মকে জুড়ে দিয়েছি অধর্ম্য খেলার মাঠে
এখানে প্রতিনিয়ত খেলা হয়, ধর্ম ধর্ম খেলা!
রক্তের হোলি খেলায় কে জেতে কে হারে?
এই ধর্ম ধর্ম খেলার ফাঁকতালে অধর্ম্য জিতে যায়
অথচ, আমরা জানি ঈশ্বর কিসে খুশি হয়।
আমরা গণতান্ত্রিক, আমরা মানবাধিকারের পূজারী
তবুও আমরা বোমা বানাই মানুষ মারি...
আমরা কী না পারি?
আমরা যাকিছু পারি তারচে একটু বেশিই করি
আচ্ছা,
আমাদের এওয়ার্ড দেয়া যায় না?