ইসলাম?
কারোর সম্পত্তি নয়,
দেশটা?
আমার বাপের!
এর পতাকায়
স্বাধীনতা সার্বভৌমত্বে এতটুকু আঁচ লাগলে?
খবর আছে, বলে যাই একদম; খবর আছে।
মনে রেখো...
একাত্তর ভুলি নাই
পঁচাত্তর ভুলি নাই
ইনডেমনিটি?
ভুলি নাই...
একুশ আগস্ট ভুলি নাই
সিরিজ বোমা হামলা
ভুলি নাই
বাংলা ভাই নিজামী জয়নাল হাজারী
পেট্রোল বোমা -
খুন ধর্ষণ বলৎকার অগ্নিসংযোগ
ভুলি নাই
ভুলি নাই তোদের খাসলত
ভুলি নাই।
দেশটা?
আমার বাপের!
সুতরাং, সাবধান!
ওয় পাকি বীর্যের ফসল...
কী চাস?
বাপ-দাদার পরিণাম!
বলে দিলাম একদম;
সাবধান!

°
°
°
সাবধান!
_______________ রশিদ ভাই
আট এপ্রিল একুশ