কী মুশকিল!
ঘুম আসে না...
একবার ডান কাতে শুই
তো একবার বাম কাতে শুই
আরেকবার উপুর হয়ে শুই
একবার চিৎ হয়েও শুই
কিছুতেই ঘুম আসে না!
বালিশের নীচে মাথা রাখি
মাথা রাখলাম উপ্রেও
তবুও
ঘুম আসলো না!
আসলে হয়েছে টা কী!
যেদিকেই চাই শুধু তোকে দেখতে পাই
আর তোকে দেখলেই চোখ খুলে যায়
ঘুম আসেই না,
তাই
একটা ঘুমপাড়ানি গান শুনিয়ে যা
একটু ঘুমোতে চাই...
°
°
°
ঘুমোতে চাই
_______ রশিদ ভাই
সাত দুই বাইশ