মানুষের ইচ্ছা, একটি মেঘলা আকাশ
যতই চায়, ততই বৃষ্টিতে ঢেকে যায়  
স্বপ্নের পেছনে পেছনে দৌড়ায় সে,
তবে, চূড়ায় উঠতে উঠতেই পথ হারায়।

অসাধ্য সাধনে মাথা ঘুরে যায়
যতই পায়, ততই ভালো লাগে না কিছুই
বিলাসিতার মাঝে খুঁজে পায় না আত্মতৃপ্তি,
এটা তো অন্তহীন খোঁজ, এক অদৃশ্য মায়া।

এ জগতে তারাই সুখী, যারা অল্পে তুষ্ট
যাদের কাছে সবই পূর্ণ, কিছুই কম নয়
আকাঙ্ক্ষার পেছনে বাড়ে ক্ষুধা, আরও চাই!
তাদের কাছে শান্তি আসে, অল্পতেই সুখী।