এমপি হৈতে চাই!
...... কেনো?
কেনো!
কেনো আবার কী রে বাপু?
ওরে.....
এমপি হৈলে মন্ত্রী হমু দ্যাশটা খামু গিল্লা
বছর শ্যাষে হজ্বে যামু নইলে দিমু চিল্লা!
পোলায় হোবে মন্ত্রী পুত্র...
আহা! সোকোলে ডাইকবে যুবিরাজ
নিয়োগে দখলে ডাকাতি সূইত্রে কৈরবে সকল কাজ!
শালী দু'ডো মোর অতি আপন
বউডা?
হেইডা খানিক লৈজ্জাবতী!
ঝুলিতে আছে ঘোমটা টানা শাড়িডা বারো হাতি
তাহারই খুশিতে শ্বশুরকুলের আখের দিমু গুছি
শালা সুমুন্দি ভায়রা ভায় আরও কিছু উজবুক
তোতার মতন গান গাইতে রাখুম কিছু লোক
বোকার হদ্দ চাড়াল পন্ডিত
অঁরা হাড্ডি খাওয়া লোক!

ভাস্তে ভাগ্নে কামের বুয়া সোবাই হোবে রাজা
আমজনতা বইকলে দেবে কঠিনতরে সাজা!
গদি খানা ঐ বিনা মূল্যে চাইছি নারে পাইতে
কচকৈচে নোট বিছায়া দিমু নম্নিনেশনের জইন্তে!
জাপান জার্মান লন্ডন ঘুরুম
সুইছে রাখুম জমা
দ্যাশের মালিক জনগণেরঐ
পেছনে মারুম ঝামা!
মাছের ত্যালে মাছ ভাজিতে
গদিটো হামার চাই
ট্যাকা পইসা খ্যামতা আছে
চিন্তা তোয়ার নাই!