মনের ভুলে পথের খোঁজে
যেই পথিকের পথচলা
দিনের আলোয় উদ্ভাসিত
সেই পথিকের পথচলা