ধর্ম বলে,  
"পাপ কর্মে শাস্তি, পুণ্যে স্বর্গলাভ"

আচ্ছা,
যদি সবই ঈশ্বরের হাতে হয়
তাহলে পাপের জন্ম কোথায়?  
আর পূণ্যই বা কেন এতো দামী?
এখনকার দিনে যে পাপী,  
সে-তো আগেরই নির্ধারিত গল্পের অংশ।  

আমরা কি একেকটা চরিত্র নই?
দক্ষ অভিনেতার মতো মঞ্চে দাঁড়িয়ে,  
ঈশ্বরের নির্দেশে'ই—
পথ চলি, পাপ করি, শাস্তি ভোগ করি—  
এটা তো একটা পরিকল্পিত স্ক্রিপ্ট!  
অবশেষে,
সবই তার খেলা
আমরা পূর্বনির্ধারিত পথের পথিক।