তোমায়...
একনজর দেখার আশায়
পথের পানে চেয়ে থাকি, হায়...
তুমি আসো না!
দিন আসে দিন যায়
মাসে মাসে বছর পেরোয়
এভাবেই,
কেটে যায় এক শতাব্দীকাল
তবে কি অপেক্ষা করতে হবে অনন্তকাল?
নাহ, সেটা করতে চাইলেও তো উপায় নাই
অতটা সময়ের বরাদ্দ'ই দেয়নি মহাকাল!
অপেক্ষা, অপেক্ষা, অপেক্ষা শুধুই অপেক্ষা
তোমার...
অপেক্ষায় থাকতে থাকতে
একদিন ফুড়ুৎ পাখি হবো!
যেইখানেতে রইবে তুমি
সেইখানেতে উড়ে যাবো
প্রাণটা ভরে দেখবো তোমায়....
বিলক্ষণ,
তুমিও সেদিন ফিরবে পথে
যেদিন আমায় পড়বে মনে
ফিরে এসেই দেখবে তুমি
আমি তো আর নাই!
সেদিন তুমি করবে কী-গো?
এক শতাব্দী অপেক্ষায় থেকো...