মোটের উপর কতবার-!?
কতজনের প্রেমে পরেছি?
সংখ্যাক্রমে হিসাব রাখিনি!
সপ্তকী ডায়েরির পাতা ফুরিয়ে গেলে
কোথাও লিখিনি কারো নাম।

যদি জানতেই চাও
তবে- দু'দিন,
মাত্র ৪৮ ঘন্টা সময় দাও-
জানিয়ে দেবো একদম।
তবে একটা শর্তাধীন -
ওয়াইন, সিগারেট, চিপস, চানাচুর-
খাইখরচা বিলটা তোমাকেই চুকাতে হবে!
কেননা-
আমার পকেট, আজও গড়েরমাঠ।

                                      (সং ক্ষে পি ত)