বিদ্যুৎ বাবুর লুকোচুরি লাগছে না আর ভালো
দিনে পোহান ভ্যাপসা গরম রাইতে চান্দের আলো! 🙃
উড়ুৎ করে আসেন তিনি ফুড়ুৎ করেই যান
একবার এসে ফেরত গেলে আর কি দেখা পান?
মাসের শেষে বিদ্যুৎ বাবু দ্যান ভুতুড়ে বিল
সময় অসময় পত্রবাহক খান বেহুদা কিল!
বিলটা যদি না করি শোধ লাইনটা দেবেন কেটে
সংযোগটা চাইলে ফেরত পয়সা নেবেন ঝেঁটে! 💰
বাবু মশায়ের ছোট্ট চ্যালা মিটার বাবু নাম
ফিরলে বাবু ঘুরতে থাকেন এটাই চ্যালার কাম!
সেই মিটার বাবুর কান্ড যতো যাচ্ছে না সব বলা
শুনতে পেলে বিদ্যুৎ বাবু বলবেন আমায় শালা! 😵
বিদ্যুৎ বাবুর অদ্ভুতুড়ে যত্ত রকম খেলা
এই বিষয়ে উঠলে কথা যাচ্ছে লেগে মেলা! 😺
যাচ্ছিরে ভাই এই বেলাতে আবার হবে দেখা
সোনার বাংলা গড়তে হলে- বিদ্যুৎ, থাকতে হবে সখা!
°
°
°
বিদ্যুৎ বাবুর লুকোচুরি
________________ রশিদ ভাই।
চব্বিশ ছয় একুশ