মুক্তিযোদ্ধার গলায় এরা পরায় জুতার মালা
টু কথাটি কইতে গেলে বলছে দালাল শালা!
বীরের সম্মান নিয়ে ওরা করছে টানাটানি
চোরার দেশে শান্তির পোরা মোছে না আত্মগ্লানি।

মবের বেশে মগের-মুলুক আসলো নাকি ফিরে?
ফ্যাসিবাদের স্বরূপ দেখি খোলসটাকেই ঘিরে!

বীর বাঙালির জয়ের গাঁথা লিখিত হয়েছে রক্তে
অথচ, খন্দকারের অন্ধকারে পরিণত বহু ভক্তে
লিখতে গেলেই কাঁপছে আঙ্গুল
কলম বিরতি দিতেই চাইছি
চারিদিকে যতো ঘটনঅঘটন আগুন জ্বলছে রক্তে।