সাহেবের চোখেমুখে লেপ্টে আছে ভয়, মৃত্যুভয়
সামনে দাঁড়িয়ে যমদূতসম নাগরিক মিছিল
উন্মুক্ত বক্ষে হুংকার ছাড়ে প্রতিবাদের ভাষা
স্লোগান স্লোগান আর স্লোগানে মুখরিত চারিপাশ
মিশে যায় শেয়ালের পাল, অসৎসঙ্গ; সর্বনাশ...!

মূর্ছারোগে বেহুশ
অনাহারী বেদুইন
মানুষের চে কে ভালো
ভারত নাকি গণচীন?
কী কথায় কী জবাব!
কে বা কী? বুঝে নিন...

বলছি,
গোলাপ ডালে ফুটন্ত ফুল
অকালে আর না ঝড়ুক
মিথ্যের যত ভিত্তিমূল
সকালে আর না বাড়ুক!

মিছিলটি শিয়রের চারিপাশ মাড়ালে
বাতাসের কানভারী গুজবেতে জড়ালে
হক কথায় কানে তুলো
বলে মামা শেয়ালে...

"হারি নি তো কোনবারই গতপ্রাণ হারিয়ে
সাহেবের দাঁতমুখ ফের যেন খিঁচিয়ে?
অবকাশ নেই কোনো সন্দেহ খুঁচিয়ে
মৃত্যুই শ্রেয় জ্ঞান লড় একা দাঁড়িয়ে
দিবে কি দিবে না তোর অধিকার ফিরিয়ে?"

কথায় কথায় চলে হাজার কথা
কথারা কানে মোটা গোঁড়া ধর্মে
মিশে থাকা শেয়ালের পাল, অসৎসঙ্গ; সর্বনেশে...!
স্লোগান স্লোগান আর স্লোগানে মুখরিত এ বাতাসে
জন্মই মোর আজন্ম পাপ অধিক মূর্খ দেশে
চোখ তো কবেই বন্ধ, গণতান্ত্রিক বেশে!
সম্বিৎ ফিরে পেলে
পলকেই ভুলে যাই!

আবার চোখ মেলে দেখি...
মানুষের বাঘা নাম কুকুরের বাঁকা লেজ
শেয়ালের চালাকিতে সবই হলো নিঃশেষ!
মিছিলটি ফিরে এলো ফলাফল শূণ্য
অধিকার আদায়ে, লড়াই না পূণ্য?

সে কী কথা?
ঐ স্বর্গের দুয়ারে কেউ-ই নেই দাঁড়িয়ে!
ভাবছি...
স্বর্গ বা নরকের লেলিহান ছাড়িয়ে
কে দেখেছো কতবার গতপ্রাণ হারিয়ে?




_________ রশিদ ভাই
তেইশ সাত চব্বিশ