"আরে দাদা___
ওরা ভ্যাম্পায়ার __
যাদের শুধু রক্ত হৈলেই হৈচে!
যেকোনো ব্রান্ডের হউক!
তাতে কুনো সমেস্যা নাই...!
আমরা বোকাসোকা জাতি-আবেগে বিভক্ত হই!
বলি কী ___
থামো হে বাঙ্গালী,
বুঝেশুনে সাবধানে....। চলো-
নিজেকে সামলে এগিয়ে যাই।"
আরে ভাই____ কেন ভুলে যাও?
এদেশের চাঁদে পর্যন্ত স্বাধীনতা বিরোধী জল্লাদের মুখোচ্ছবি ভেসে ওঠে! তারপর যখন মসজিদ-মন্দিরে, বন-জঙ্গল, রাস্তায় ফ্লাটে, এখানে সেখানে মানুষ মারা পড়ে! ওরা তখন, ঐ মরা মানুষটির গায়ে কাফির-মুশরিক, আস্তিক- নাস্তিক বা সংখ্যালঘুর নামাঙ্কিত মোহর লাগিয়ে ধর্মীয় উগ্রতা দেশের ভিতর - বাইরে ছড়িয়ে দেয়! এই কথার মর্মে প্রশ্ন উঠলে?
_______ প্রিয়া সাহার মিথ্যাচারের ভিডিওটা প্রতিদিন অন্তত মিনিটখানেক চালিয়ে দেখো! বুঝতে পারবা- ষড়যন্ত্র কারে কয়?