সবকিছুই অনর্থক, তাহলে...
কীসের পেছনে ছুটতে ছুটতে জুতোর তলা ক্ষয়ে যায়?
সুন্দর জীবনটাকে ট্রাকের চাকা বানিয়ে ফেলেননি তো?

বাহাদুর মহাশয়,
একটুখানি ফুরসত পেলেই থামুন, দম দিন,
অমাবস্যার রাতে অলীক জোনাকি না খুঁজে
এবার নাহয় চলুন, জীবনের প্রকৃত অর্থ খুঁজি

ইচ্ছে কিংবা অনিচ্ছেয় প্রাপ্ত
ঐ পিঁপড়ের জীবনও মূল্যবান
কেননা,
মরে গেলেই সব ফকফকা!

শক্তির এই দম্ভ?
চুর্ণ বিচূর্ণ হবে,
বুদ্ধির জোরে যে আস্ফালন?
তা-ও একদিন থেমে যাবে,
জগতের বিচিত্র মানুষ
ঐ মানুষ, বড়ই অদ্ভুত প্রাণী -
পরক্ষণেই ভুলে যাবে, চিরতরে!

একবার বলুন দেখি__
কে কাহারে মনে রাখে?
বলছেন, "ইতিহাসের পাত্র!"
সে-তো ভাই, "রাজনীতি, মাঠে ঘাটে"

স্বার্থের হেফাজতে -
কার নাম লেখা থাকে?