ভালবাসার গল্পগুলো অন্যরকম
সব বালুতে আয়না বাঁধা যায়?
কিছু বালুতে ঘরও বাঁধা হয়!
বালু সিমেন্টের পারস্পারিক মিথষ্ক্রিয়া
সুদৃঢ় টেকসই
জোড়া লাগায়
জোড়াগুলি ভালবাসা চায়

নদী পাড়ের একমুঠ বালু নিয়েছি মুঠোভরতি
রঙবেরঙে অসংখ্য পাথর  
তন্মধ্যে, কুড়িয়েছি একটাই
ভালবেসে!
সেটাকে পেপার ওয়েট ভেবোনা
সে আমার ভালবাসা...
প্রকাশের ভাষা জানা নেই
তাতে কী!
ভালবাসি...
ভালবাসায় বাঁচি