বিদেশ যেতে চাই,
এদেশে আর ভাল্লাগছে না!
কেন ভাল্লাগছে না? জানতে চাইলে এটুকুই বলবো যে, 'মন্দ লাগার অসংখ্য কারণ বিদ্যমান!'
অনেকবার ভেবেছি- অনেকভাবে খুঁজেছি- নিজেকে এ-ই ভেবে বুঝিয়েছি কতবার- "মন্দ লাগার ঐ সহস্রাধিক কারণ থাকা স্বত্বেও, যদি ভাললাগার একটা-ও কারণ খুঁজে পাওয়া যেতো! তবে, মায়ের বুকে মাথা রেখে নিশ্চিন্তে বাকি দিনগুলো কাটিয়ে দিতাম।"
অথচ, আমি এতটাই ইঁদুর কপালে!
শত খোঁজাখুঁজির পরে-ও ভাললাগার কোনো কারণ খুঁজে পাওয়া গেলো না!!

কে যেতে চায়?
চিরচেনা নাড়ী পোঁতা মাতৃভূমি, মা-বাবা, ভাই-বোন, স্ত্রী-সন্তান, ইষ্টিকুটুম, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন ত্যাজিয়া  অনিশ্চিত ভবিষ্যতের বন্ধুর পথে অজানা অচেনা মানুষের দেশে!
নিশ্চয়ই বলবেন, "কেউ-ই যেতে চায় না!''
অথচ দেখুন, আমি যেতে চাই! কার্যতঃ বাধ্য হয়েই যেতে হচ্ছে মৃত্যুসম পরবাসে!!
কেননা, এদেশটাকে ভালবাসবার মতন আর একটি কারণ-ও অবশিষ্ট নেই! যেখানে ভালবাসা নেই, সেখানে বেঁচে থাকা যায়না!
যে দেশে ভালবাসা নাই, সেখানে চিড়িয়াখানায় বাস করা নিরীহ প্রানীরাও বেঁচে আছে বহাল তবিয়তে!
তবুও, আমি বিদেশ যেতে চাই,
কারণ, এখানে ভালবাসা নাই।


ভালবাসা নাই
২৭ জুলাই ২০১৯ খ্রিস্টাব্দ।