.
ভালবাসা দিবস
কেটে যায় খরা
ঘুচে যায় উপোষ!
দেহ খেলে অক্ষয়
যাচে প্রেমের জয়!
এই প্রেম, প্রেম নয়
দেহখেলা বলা যায়।।
কামবাণে কামবাই
শীৎকারে আহঃ আই!
কামাগ্নি নিভে গেলে
কেউ আর কারো নাই!
আহ আ ohh yea
এটা কিন্তু, প্রেম নয়!!
ইবনে মিজান
১৪ ফেব্রুয়ারি ২০১৯