খাদ্য বলুন
পথ্য বলুন
বলুন ওষুধপত্র
সবকিছুতে ভ্যাজাল রে ভাই
দেখুন খুলে নেত্র!
ভাতের সঙ্গে খাচ্ছি কী ভাই
তরকারিতে কী?
সবজি-ফলে তরতাজা বেশ
শুদ্ধ শুধুই ঘি!
ফরমালিন আর বার্মালিনে
পুড়ছে দেহের ঘর
কী খাবো তাই চিন্তা করি
জ্বলছে মনের চর
এই
ঠান্ডা মাথা হচ্ছে গরম
মারবো তাদের চড়?

অল্প কথায়
যাচ্ছি বলে
ও ভাই, শুদ্ধ সবাই হও
অকালেতে মরতে হলে
ভ্যাজাল থেকেই খাও!

°
°
°
ভ্যাজাল
_______________ রশিদ ভাই।
আটাশ নয় একুশ