ধর্মের গান গায়
মানুষের প্রাণ যায়
একেমন ধর্ম এলো রে?
অযাচিত শত দল
করে যায় শোরগোল
ধর্মান্ধের দল ছোটে রে!
মজ্জিদ-মন্দির
আল্লাহ না ভগবান?
জানো তুমি-
কে কোথায় থাকে রে?
ধর্মের জন্য
মানবের দরকার
মানুষে কী ধর্ম লাগে রে?
বিধাতার দুনিয়ায়
ধর্ম সে কিছু নয়
ভালো আর মন্দ বোঝে রে!
জীবে প্রেম করে যেই
ঈশ্বর পাবে সেই
তার তূল্য কে আছে রে?
ভালবাসো মানুষে
উড়ো নাকো ফানুসে
মরণের পরে কী লাগে রে?