তোমায় ভেবে লেখা সে গল্পটা
আর প্রকাশিত হলো না!
কেন হলো না?
হলো না কারণ গল্পের পাত্রপাত্রীর নাম বদলে দিতে হবে। নইলে সবাই জানবে এ গল্পের আরেকটি চরিত্র তুমি! যাকে এতটা বছর লুকিয়ে রেখেছি হৃদয়ের গহীন। চাইলেই তাকে প্রকাশ করতে পারি? পারিনা
আবার নিজেদের নামের স্থলে কল্পিত কোনো নাম ব্যবহার করবো, তা-ও পারি না! কেন পারি না?
আমি পারিনা, কী করে পারি বল তো?
তোমায় ভেবে কি একটিও মিথ্যে বলা যায়?
যায় না! কোনভাবেই যায় না
প্রিয়া, তোমার নামের কিংবা তোমার বিকল্প
আমার কাছে নাই...
আর তাই,
একটি নির্মল নিষ্পাপ মিষ্টিরিয়াজ প্রেমের গল্প শোনা থেকে বঞ্চিত হলো হতভাগ্য মানবজাতি!