রাজনীতির যূপকাষ্ঠে শুয়ে আছি
নীতির বিনোদনে গুটিয়ে নিঃশেষ
আমার শিরদাঁড়া টুকরো করে দেয়
তাদের নির্লজ্জ হাসির ফুলঝুরি।
সাংস্কৃতিক অত্যাচারের অশ্বারোহী
তোমার দাঁতে গাঁথা ইতিহাসের লাশ
আমাদের ভাষা, রঙ, বর্ণ তছনছ
তবু মাথা উঁচু করে দাঁড়াই।
ধর্মের অপব্যবহারে, তোর পাণ্ডুলিপি
আমার বুকের উপর জ্বলন্ত অগ্নি
সত্যকে অপমান করিস যে ভণ্ড
তার মুখোশ ছিঁড়ে দেখিসনি খণ্ড!
দ্রবমূল্যে চাপা পড়া স্বপ্নগুলো
ভেঙে যায় পকেটের প্রাচীর, হারিয়ে যায় আশা
একবার পকেট হাতড়াই, দুবার বুক চাপড়াই!
মাথা ঘোরে, ঘুম নাই, আকাশে কেবলই কালো ছায়া।
তবু, আমার হৃদয়ে রয়ে গেছে আগুন
দেশপ্রেমের উজ্জ্বল শিখা—অপরাজেয়
মুক্তির জন্যে লিখি সংগ্রামের গান,
মানবিক অধিকারের জন্য চিরকাল বিদ্রোহী মন।
চাই না তোর দয়া, করুণার ত্রাণ
আমরা জনতা, কণ্ঠে তুমুল প্রতিবাদ
বুকের ভেতরে দেশ প্রেমের আঘাত—
অন্যায়ের অন্ধকারে আলো জ্বালাই
এ জীবন দিবো তবু মাথা নোয়াবার নই!
আমরা সেই নামহীন যোদ্ধা,
স্বাধীনতা, অধিকার, মানবতার পথে
লিখে যাই ইতিহাসে মুক্তির গান
আমরা জেগে আছি, জেগেই থাকবো অম্লান!