তীরবর্তী একটি গোরস্তান গর্ভে বিলীয়মান,
হায় হায় একি!
চোখের পলকে মিশে যায়,
অতঃপর, নিশানা উড়ায় স্নেহের ওয়ারিশান।

ওহে জ্ঞানী মালিকান ক্ষমতাশালী ধনবান
সাধের বসতভিটে
আর ঐ ডাঙ্গাজমি ছেড়ে কেন নিশানে অবস্থান?
এক পৃথিবীর ছোট্ট যে যবন
কতখানিই বা তার দাম?

°
°
°

উপলব্ধ
_______________ রশিদ ভাই
ষোলো আট কুড়ি