. উল্লুক আর ভুল্লুক দাদা
মুল্লুক খেয়ে ফেলেছে
মানুষ বাড়ে নাই দাদা
জনসংখ্যা বেড়েছে!
গয়াতে নাই শিব আর কালী
কেন যাও খালি খালি?
মনের মাঝে বনমালি
খুঁইজা তারে দেখছো নি?
বক বক বক, বক বক কইরা
ভগবানরে পাইছো নি?
ঘরে আছে জ্যান্ত মূর্তি
তাঁর খবর লইছো নি?
বক বক বক, বক বক কইরা
আল্লাহরে পাইছো নি?