বিবেক বর্জিত লোকগুলোর মুখোশ খোলাই যখন কাজ,
তখন, আমি নষ্ট হয়ে যাওয়া এক মন্দ মানুষ!

হে কবিবর,
প্রতিবাদে বহু ভয়, বহু ভয়- যতকাল
জাগ্রত বিবেকের,
প্রতিবাদী লহু বয়, ততকাল- ততকাল।।

ইবনে মিজান
____________
কৃতজ্ঞতাঃ কবি মুতাকাব্বির মাসুদ।
Mutakabbir Masud
০৩ জুলাই ২০১৯