ডাগরডোগর চোখওয়ালা
একটা ষোড়শী মেয়ের প্রেমে হাবুডুবু খেয়েছি কতদিন .....
তোর চোখদুটো তার চোখের মতন
নাকি তার চোখদুটো তোর চোখের মতন?
কী বিস্ময়কর!
এতো চেনা দুটো চোখ
তবুও যেন কিছুতেই হিসেব মেলে না!
আজকে যখন তোর চোখে দেখি
তখন মনে হয় সে আমায় দেখছে
অথচ, আমি চেয়ে আছি তোর চোখে!
এ পোড়া চোখের আর কী দোষ?
যিনি চোখ দিয়েছেন
তিনি মায়া দিয়েছেন
হৃদয়ে প্রেম দিয়েছেন
ও চোখে চোখ রেখে যেতে যেতে তোকে ভালবেসেছি
তোর প্রেমে পড়েছি বহুবার!
সত্যি বলতে আজও ভালবাসি,
ঐ দুটো চোখ আর আমাকে।