*
স্বপ্নলোকে পাখনা মেলে
কি দোষ বলো পাখি হতে?
কল্পলোকের পথিক হয়ে
বারেবারে আসবো ফিরে।।
ইচ্ছেডানায় সঙ্গী নিয়ে
মাতবো আমি প্রেমের গীতে
হয়ত এবার বন্ধু হতে
হাত বাড়াবো তোমার আগে।।
সর্বলোকের মিথ্যেলোকে
ভাসবো সবার স্বার্থত্যাগে
মৃত্যুলোকের সত্যলোকে
আমরা দুজন দুজনাতে।।
০৪-০৫-২০১৮