বাড়ছে রোগী বাড়ন্ত চাহিদা
ওষুধের ব্যবসাটা জমজমাট
ডাক্তারী ফিসটাও কম নয়!
আজকাল
রোগীদের সিরিয়াল গোনা যায়?

বাবু,
এতো রোগী বাড়ে কেন নিশিদিন?
কেন মেডিকেলে হাটবার প্রতিদিন?
দেখো,
ভীড় বাড়ে প্রতিদিন মর্গে!
ওরা মরে গিয়ে চলে যায় স্বর্গে?

শোনো,
খাদ্যের ভেজালেতে যত রোগ
দূষণের কবলেতে তত লোক!
দুর্ঘটনার কথা না বলি!!
বাচ্চার শিশুরোগ
বউটার কওয়া যায়?
বাপটাও বিছানায়
মায়েরটা বলা দায়!
মোরা রোগে শোকে মরে গেলে অগ্নি
মোর সরকারি ডাক্তার ক্লিনিকেতে লগ্নি!

আগে...
হাড়গোড় কারও যদি ভাঙছে
গোলঙের দ্বারা সবই সারছে
এখন...
সরকারি ডাক্তার
ক্লিনিকের এসি রুমে!
সিরিয়াল আগে পেতে
কিছু টাকা গেটে গুঁজে
ফিস জমা দেয়া হলো আটশো
ভেতরেতে ডাক্তার বদনে সহাস্য
বলেন :
"ভয়ের কিছু নেই, অপারেশনে সব ঠিক হবে!"

অতঃপর?

এই টেস্ট সেই টেস্ট কত-শত ইনভেস্ট
অস্ত্রোপচার ব্যয় লাখে লাখ!
গরীবের বাচ্চা, এতো টাকা কোথা পাই?
তাই সরকারি মাল হয়ে শুয়ে রই
"আজ নয় পরশু স্যার এলে হবে ভাই"
বাক্যটি ছুঁড়ে দেয় ফ্লোর বয়!
দিনে দিনে সপ্তাহ
মাস যায় পেরিয়ে
রাউণ্ডের ডাক্তার এসে দেখে ফিরে যায়
মাঝেমাঝে বলে যায়: "ধৈর্য্যটা ধরে তোর থাকা চাই!"

গরীবের পেটে ক্ষুধা মেটে বলো কিসে?
যাহা পায় তাহা খায় বাঁচিবার আশে!
জমা টাকা যাহা ছিলো
শুয়ে বসে খেয়ে নিলো
অপারেশন ডেট কালকে!
গরীবের মাথা ঘোরে
ভাঙা হাতে প্লেট পরে
ডিঙ্গিয়ে যাবো নাকি হিমালয়?

টাকা নাই কি'বা করি!
ঘুরি তাই গাড়ি গাড়ি
ভাঙ্গাচোরা হাতখানা বাড়িয়ে...

°
°
°
গরীবের চিকিৎসা
_________ রশিদ ভাই।
একুশ নয় একুশ