আহা বেশ বেশ বেশ
অপার সম্ভাবনার দেশ
মনের ভেত্রে কষ্ট হাজার
তবু আছি আমরা বেশ!
আমার সোনার বাংলাদেশ।।
দেশের মন্ত্রী মশায় গাঞ্জা বেচে
এমপি মশায় বিচচি.....
আরে চেয়ারম্যানে কালাই বেচে
আমরা সবাই খাচ্ছি-
ও ভাই- বেশ নিরাপদেই পাচ্ছি।।
কাঁটাতারের বেড়া আছে
আছে বিজিবি-বিএসএফ
মালের চালান দিচ্ছে-নিচ্ছে
বাকিটা পুলিশ করছে সেফ
ও ভাই, পুলিশ করছে সেফ।।
দেশের টাকা যাচ্ছে ভেসে
যুবক মরছে নেশার ফাঁদে
বন্ধু রাষ্ট্র ভারত মিয়ানমার
মিটিমিটি হাসে-
ও ভাই মিটিমিটি হাসে......!!