এই যে জীবন, কিসে ভরা—
ঠকাবার হাতছানি, চোখের ধোঁকা,
যে যার মতো ফাঁদে ফেলে
নেই কারো সাথে মনের ঝোঁকা।
কেউ দেয় আশা, কেউ দেয় ভরসা,
মিষ্টি কথায় ভুলিয়ে নেয় পথ,
শেষমেশ সব স্বপ্ন ভাঙে
জীবনের হাটে বেচা হয় মোহ।
চেনা মুখে অচেনা গল্প,
চেনা হাসিতে ছায়া মিশে যায়,
সবার মাঝে বাঁচার নেশায়
জীবনটা কেবল ঝরে পড়ে যায়।
তবু থামেনা এই পথচলা,
শতবার ঠেকেও জেগে ওঠে প্রাণ,
আবার হাতড়ে ফিরে দেখি আলো—
আশা ছুঁয়ে বাঁচার নতুন গান।
এই যে প্রতারণা, এই যে খেলা,
জীবনটা তবু থামে না তাই,
আঁধার শেষে সূর্যের আলো
আশার কণ্ঠে গাইব ঠিক—"বাঁচবো আবার তবু ঠকব না ভাই!"