গামছাটা বালু নিয়ে উড়ছে!
ছোটবেলায় আপনার ছেলের বাপ
অলিম্পিকের কুস্তি সেরে ফিরতেন
তড়িঘড়ি আধভেজা গোসল সেরে
মুছে নিতেন সর্বশরীর!
মোছার সময়
চিকচিক করা বালুগুলো সযতনে রেখে যেতেন!
কোথায় রেখে যেতেন?
- গামছায়!
গামছাটা বালু নিয়ে উড়ছে!
°
°
°
গামছা
_______ রশিদ ভাই।
ত্রিশ আট একুশ