নিজের প্রতি কতটা অবিশ্বাস জন্ম নিলে মানুষ এমন করে? আমার জানা নেই!
যখন দেখি, আমার দেয়া শিক্ষাগুলো অযত্ন অবহেলায় মলাটের ললাটে মুখ থুবড়ে পড়েছে!
তখন, বেশ আন্দাজ করতে পারি - তোমরা দেউল প্রজাতির সংকর প্রাণী!
তোমাদের দেউলিয়াত্ব ব্যক্তিক পর্যায় থেকে রাষ্ট্র পর্যন্ত পৌঁছে গেছে!
একদিকে -
বাঙ্গালী পরিবার আর সমাজ কাঠামো দুমড়ে মুচড়ে নতুন আঙ্গিকে চলছে উন্নয়নশীলতার আধুনিক ভাওতাবাজি!
অন্যদিকে - কী নিদারুণ!
মানুষ ভাসছে! ডুবছে! পুড়ছে! মরছে!
তবুও, এক মুহুর্তের জন্য বন্ধ নেই নিষ্ঠুর প্রহসন!
দিব্যি চলছে- জানি চলবেই হরদম!!
আমি সামান্য হতচকিত নই, যখন এসব হবারই ছিলো!

পক্ষে বা বিপক্ষে -
কেউ মানুক বা না মানুক,
তাতে কার কী এসে যায়?
এটুকুই জানি, দেবতা সংকরের রক্তচাপ ভক্তবৃন্দের বালখিল্যতায় পূর্ণতা পায়,
আদতে ব্যাপারটা খুবই স্বাভাবিক!
কেননা, রক্ত কথা কয়।

পরিশেষে, যাকিছু হয়ে যায়- যাক!
তোমাদের থেকে আর কিছুই শিখতে চাই না!
প্রকৃতির নির্জনতায় আত্মার দারিদ্র্য ঝেড়ে ফেলে
বিশুদ্ধ পৃথিবীতে বাঁচতে চাই, একদম নিজের মতন;
পথভ্রষ্ট ভক্তবৃন্দ, তোমরা ভালো থেকো।

= তোমরা ভালো থেকো =
         ইবনে মিজান
        নয়.চার.উনিশ