যমের দুয়ারে দাঁড়িয়ে জীবন
    কিসের এতো অহংকার?
      ঐ পৃথিবী আলোয় ভরা
         এই পৃথিবী অন্ধকার!

নিভু নিভু করছে যেন
সাধের জীবন সূর্যরথ;
ক্ষণকালে সে অস্তগামী
খুঁজি নব উদয়ের পথ।।

_____
অনুচিন্তন
রচনাকালঃ
গেন্দুকুড়ি শ্মশানঘাট,
৩রা বৈশাখ, ১৪২৬