" চোরের রাজ্যে করছি বাস
ভাগ্যে শুধুই সর্বনাশ! "
আমি চোর তুমি চোর
ইনি চোর উনি চোর
জ্ঞানী চোর গুণী চোর
রাজা চোর রানী চোর
দ্বীনী চোর ধ্যানী চোর
আধাআধি এতো চোর!
ছোটবড় কত চোর!?
এতো চোর! অতো চোর!
চোর! চোর! যতো চোর!
হে হে হে হে...মামু ____
এখানে স বা ই চোর!