মৃত্তিকার বুকে যে আগুন জ্বলে
তা তো শুধু মাটি'কেই পুড়িয়ে যায় না,
পুড়ে ছাই হয় ইতিহাসের পাতায় লেখা নাম,
যারা শহীদের রক্তে রাঙানো ভোরের আলোকে ম্লান করতে চায়,
তারা জানে না, রক্তের ছাপ মুছে যায় না সহজে,
শত্রুর শত আঘাতের শব্দেও স্তব্ধ হয় না বিজয়ের গান।
তোমার আঘাত যেনো বিষাক্ত সাপের ফোঁসফাস,
বিষ, দেহে আছে, কিন্তু ফণা তুলতে জানে না।
বীর মুক্তিযোদ্ধার গায়ে তোলা যেই হাত,
সে হাতের জন্মের ইতিহাসে টানবে বিষাক্ত কালো লাইন।
রাজাকার বীজ থেকে যে'ই ফসল,
তাদের নীল আকাশ কেবল মিথ্যার কালো মেঘে ঢাকা।
তারা জানে না,
আগুনে পোড়া মাটি থেকে ফোটে সূর্যের কিরণ,
মৃত্যুর বুকেও আছে জীবনের অমোঘ প্রার্থনা।
তোমরা যারা ধ্বংস করো,
তোমাদের হাতে আছে কেবল নীরবতার তিলক,
কিন্তু সেই তিলকে গড়ে ওঠে পাথরের মতো প্রতিরোধ।
শহীদের কবর গুড়িয়ে দিয়েছো আজ, জ্বালিয়েছ আগুন
কিন্তু, তোমরা জানো না, মাটির তলে শেকড় গেঁথে আছে মুক্তির অনন্ত শিখা।
পাকিস্তানের বিষে দগ্ধ তোমাদের আত্মা,
তোমরা অন্ধকারে জন্ম নেয়া, মিথ্যার ছায়ায় লালিত
তোমাদের পায়ের নীচে যে-ই স্বাধীনতার মৃত্তিকা,
যতই আঘাত করো, সে মাটিই তোমাদের গিলে খাবে
জেনে রেখো,
তোমাদের আগুনে পোড়ে না শহীদ
শুধু জ্বলে ওঠে নতুন একটি প্রহর,
যেখানে মিথ্যার মায়া ছিন্ন হবে স্বাধীনতার আকাশে।
শত্রুর বীজে অঙ্কুরিত তোমরা,
মাটি থেকে শিকড় উপড়ে ফেলতে চাও?
কিন্তু ইতিহাসের মাটির গভীরে,
তোমাদেরই ধ্বংসের দিন গোনা শুরু হয়ে গেছে
এ আলো নিভে না, এ গান থামে না,
এ মাটির ঘ্রাণে বিজয়ের সুর লুকিয়ে থাকে আজও
আর তাই, এক্ষুনি পালিয়ে যাও
এই মাটির সাথে বেইমানি করে কেউ'উ বাঁচেনা
তোমরাও বাঁচবে না, যাও; পালিয়ে যাও...