একটা মজার ব্যাপার!
আপনারা কেউ-ই কোনো বিশ্বাসের জন্ম দেন নাই
পরিবেশ পরিবার কিংবা দেশভেদে পেয়েছেন
অথচ,
এই নিয়ে একেকজনের কতরকম বাহাদুরি!
অহেতুক রক্তপাত এমনকি বরবাদও করছেন;
কেন এমন অনর্থক অধর্ম চর্চা?
অধিকারের দোহাই দেবেন না...প্লিজ!
জানেন?
প্রস্তর যুগে আমিও ছিলাম
দেখেছি
প্রকৃতি কীসের গোলাম?
শক্তির!
যখনই
শক্তি জুটেছে ঘটে
তখনই
ধর্ম এনেছি পাটে!
কেন এনেছি?
আর অনাচারী নয়
সভ্য হবার লোভে...
সেই ধর্মই আমায় মেরে দিয়েছে
নিজের ধর্ম থেকে, পাথর ঘষে ঘষে!!"
°
°
°
শক্তি
________ রশিদ ভাই
ত্রিশ আট একুশ