হয়েছে কী?
কলমটা খুঁজে পাচ্ছি না!
খুঁজে পাওয়া যাবে না,
জেনেও,
খুঁজছি!
কারণ?
কলম ছাড়া লিখতে পাচ্ছি না!
"ছিনতাই হয়ে যাওয়া কলম খুঁজে পাওয়া যায় না,
এটা সকলেরই বোঝা উচিত, খালি আমিই বুঝি না!"
মূলতঃ
এটা লেখার জন্যই কলম খুঁজছি, কিন্তু, পাচ্ছি না।
আজকাল অতিধনী জনগোষ্ঠী থেকে হত-দরিদ্র
সবারই একেকটা কলম আছে
অতিধার্মিক থেকে বকধার্মিক
প্রত্যেকের একেকটা কলম আছে,
অথচ, ওরা কেউ লিখছে না!
কেন লিখছে না?
তবে কি,
ওদেরও কলম ছিনতাই?

সে যাইহোক,
আমার কলমটা কই?
আমার লিখতে হবে
অনেক সত্য বলা বাকি
আমার যে লিখতেই হবে,
অনেক কিছু লিখতে হবে...
কিন্তু, কলমটা...?
কোথাও খুঁজে পাচ্ছি না;
শুনেছি,
হাঁসের সামনে পড়া বাগডাশ গিলে নিয়েছে!
তবুও,
আমি কলম খুঁজছি,
আমার কলম
আমার সত্য বলা কলম, গেল কই?