স্বর্গে ছিলাম পবিত্র আমি
মর্ত্যে হলাম পাপী,
মানুষ নামের অমানুষ এক
ভীষণ বহুরূপী!
কথায় কথায় মিথ্যে বলি
সত্যের জুতো পায়ে,
আশায় আশায় স্বপ্ন বুনি
ভৃত্যের দরজায়।

মৃত্যু এসে কাড়বে পরাণ
স্বর্গেই যাবো ফিরে,
হুরের রাণী কিশোরী দাসী
ধরবেন আমায় ঘিরে।

শেষ না হতেই গেলাম ফিরে
ছিলাম নদীর তীরে,
প্রভু এসে বলবেন আমায়-
"সাথে এনেছিস কী রে?"

বলবো আমি, "আনিনি কিছুই-
যাকিছু উল্লেখ করা যায়,
যাহাই ঘটুক জীবনে আমার
তোমায় ভুলি নাই।
ওগো প্রভু, দয়ার সাগর-
ক্ষমা করো মোরে,
দুঃখ কষ্টে মরেছি কতবার
আর মেরো না মোরে।"

সাধের জীবন বিস্বাদে গেল
ধরাধামে এসে,
পাপের বিনাশ পূণ্যে ভরুক
বাঁচার অভিলাষে।

প্রভু তোমার প্রেমের বাঁধনে,
পরাণ জুড়াও আমায়,
পুণ্য পথে কাটুক জীবন
শান্তির আলো ছায়ায়।।

[শান্তির আলো ছায়া]