যাদের রক্তঘামে উন্নয়নশীল বাংলাদেশ
তারা _________
দলবেঁধে পদব্রজে মৃত্যুর দিকে এগুচ্ছে!
"ক্রয়াদেশ বাতিল, লাভ-লোকসান, প্রবৃদ্ধি"
শব্দগুলো ওদেরকে মানুষ হতে দেয় না।
ওরা লেবার, লেবার মানে কামলা!
জি জনাব, কামলা মানে লেবার।
এঁদের গালে ভদ্রভাষার ডাক "শ্রমিক!"