এরা যে অন্ধকারে ডুবেছে
তা খালি চোখে দেখা যায় না,
এরা সূর্য দেখেও আঁধার খুঁজে বেড়ায়
মানুষের হাসি এরা আর শুনতে চায় না,  
তাদের কান পাতলে শুধু শোনায় গর্জন, বেদনা আর ফ্যাসাদ।  

প্রতিটি পদক্ষেপেই ভয়, প্রতিটি কথায় মিথ্যা
এরা শুধু জানে একটাই পথ—বিচ্ছিন্নতা আর শোষণ।  
শয়তানও এদের দেখে লজ্জা পায়
তবে তারা একে অপরকে সাহস দেয়,  
এরা যে ভেতরে ভেতরে তার থেকেও ভয়ঙ্কর!
তাদের কাজ দেখেই বোঝা যায়,
তারা কি আসলে একে অপরের প্রতিক্রিয়া,  
না কি মানবতা আর ভালোবাসাকে চুরমার করে নিজেকে প্রতিষ্ঠিত করার খেলায় মেতেছে?